
মেঘের আড়ালে ঢাকা অমিত সূর্যের তীব্র তেজ
পৃথিবীর বুকে যেন অন্য কোন নক্ষত্রের ছায়া;
শ্রাবণ-সন্ধ্যার গানে ফিরে আসে অতীত-আমেজ
কতো প্রেম মরে গেছে, কতো প্রেম করেছে বেহায়া।
আমার শোবার ঘরে যে-আঁধার বেঁধেছিল বাসা
যে-অরণ্য একদিন গেয়েছিল সবুজ-সঙ্গীত;
কেহ গেছে ভুল বুঝে, রেখে গেছে অপার হতাশা
জীবন জোয়ারে তাই ভেসে গেছে সোনালি অতীত।
সমস্ত সুরের শেষে তাহার চোখের কোণে জল
সকল কথার পরে নেমে আসে নগ্ন নীরবতা;
বিগত ব্যাথার স্মৃতি তারকার মতন উজ্জল
কে হায়, মাপিতে চায় অসীম সিন্ধুর গভীরতা?
জানি আমি কে-আমায় দিয়েছিল অনেক আঘাত
কোন এক যুবতীর অবজ্ঞায় কেঁদেছিল মন;
সময় এখন সব মিটিয়েছে শাশ্বত সঙ্ঘাত
বেলা শেষে চেয়ে দেখি, জীর্ণ হায় আমার যৌবন।
অনেক ভেবেছি আমি, যদি পাই হারানো সময়
যদি ফিরে আসে সেই নিঃসঙ্গ নির্ঘুম অনূভুতি?
রাতের নির্জন পথে জ্বেলে দেবো দীপ্ত বরাভয়
আবেগের বুকে আর জাগিবে না আমার আকুতি!