
আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। আজ শুক্রবার টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, সংলাপের বিষয়ে ডোনাল্ড লুর (যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি) চিঠি রাষ্ট্রদূত পিটার হাস তিনটা দলকে পৌঁছে দিয়েছেন। বাংলাদেশে আর কোনো দল নেই? তিনিই তিনটা দলকে চিঠি দিয়ে ভাগ করে ফেলেছেন, দেশকে বিভক্ত করেছেন। এটা গর্হিত কাজ। এ জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাঁর স্যাংশন পাওয়া উচিত।
কাদের সিদ্দিকী আরো বলেন, ‘আমাদের ছোট দেশ বিধায়, গরিবের সুন্দরী বউয়ের মতো যে যা খুশি আমাদের সঙ্গে করবেন, এটা হতে পারে না। এটা চলতেই পারে না। অতীতে কোনো বিদেশির এইভাবে দৌড়ঝাঁপ করার কোনো সুযোগ ছিল না।’
আমেরিকার রাষ্ট্রদূতের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমেরিকার রাষ্ট্রদূতের বাংলাদেশে এত দৌড়াদৌড়ি ভালো না। এটা তাঁর দেশের নির্বাচন না। নির্বাচন আমাদের দেশের।
আমরা আমেরিকায় বাস করি না, বাংলাদেশে বাস করি। আমেরিকা স্যাংশন দেবে এই ভয়ে আমরা বিয়ে করব নাকি বউ তালাক দেব, মেয়ের বিয়ে হবে নাকি ছেলের বিয়ে করাব এই চিন্তাভাবনা করা উচিত নয়।’
নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করবেন কি না- এমন প্রশ্নে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমরা যদি আওয়ামী লীগের সঙ্গে জোট করি তাহলে নির্বাচন করব কার সঙ্গে? বিএনপি নির্বাচনে নেই, জাতীয় পার্টিও টানাটানি করছে। আমরাও আওয়ামী লীগের সাথে গিয়ে যদি জোট বাঁধি, তাহলে মানুষ ভোট দেবে কাকে? মানুষের ভোট দেওয়ার জায়গা থাকবে না।’
নির্বাচনে দলীয় প্রার্থীতার বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা হয়ত ৩০০ আসনে প্রার্থী দিতে পারব না।
আমাদের সেই প্রস্তুতি নেই, আমরা অত বড় দলও না। কিন্তু আমরা অনেক আসনে প্রার্থী দেব। অন্য দলের লোকজনকেও আমাদের দল থেকে গামছা মার্কা উপহার দেব।’