
নতুন বই
আরজ আলী মাতুব্বর
আইয়ুব হোসেন
প্রকাশক: বাংলা একাডেমি, প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী, দাম: ২০০ টাকা।
আরজ আলী মাতুব্বর এদেশের স্বয়ংশিক্ষিত, প্রাগ্রসর ও লৌকিক দার্শনিক। শৈশব-প্রারম্ভে তিনি পিতৃহারা হন। অতঃপর প্রাতিষ্ঠানিক শিক্ষা বঞ্চিত হয়ে মায়ের স্নেহাদরে বড় হয়েছেন। বিগত বাংলা শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি মনীষী আরজ আলী মাতুব্বর খুব দরিদ্র পরিবারের মেধাবী সন্তান হিসেবে আজীবন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছেন এবং ক্রমাগত জয়ীও হয়েছেন।
আজীবন দারিদ্র, গ্রাম্য সুদ ব্যবসা, ধর্মান্ধতা এবং কুসংস্কারের বিরুদ্ধে নিরীহ অথচ দিকপ্লাবী লড়াই চালিয়ে গেছেন। এই লড়াইয়ে তিনি পড়েন নি কখনও। হতোদ্যমও হন নি। খুব সরল ও যুক্তিনিষ্ঠ কথনে প্রচলিত সকল অতিকথন ও অন্ধ ধারণা অতিক্রম করে সত্যসন্ধানে নিয়ত নিয়োজিত থেকেছেন। স্পষ্টত তিনি বিজ্ঞান ও যুক্তিবাদী মননে জীবন ও জগতের তাবৎ বিষয় প্রত্যক্ষ করেছেন। আরজ আলী মাতুব্বরের এই নিরলস সংগ্রামের কথা বিধৃত হয়েছে বইটিতে।
বরিশালের প্রত্যন্ত গ্রাম লামচরি থেকে উঠে এসে দেশের সর্বত্র এবং দ্রুত তাঁর ছড়িয়ে পড়া ও গ্রহণযোগ্য হবার ইতিহাস ধারণ করে রচিত এই বইটি। একজন আরজ আলী কীভাবে সমগ্র ভূখণ্ডের আরজ আলী হয়ে চিন্তা ও মনোজগতে বিজ্ঞানমনষ্ক মনোভঙ্গি গড়ার প্রেরণা সঞ্চারে সমর্থ হলেন বা হচ্ছেন, তা এই বই পাঠে সংক্ষিপ্ত পরিসরে অবহিত হবার সুযোগ মিলবে। পাঠক আরজ আলী মাতুব্বরের এই জীবনী গ্রন্থ পাঠ করে একজন অনন্যসাধারণ অনুসরনীয় ব্যক্তিত্বের সন্ধান পাবেন।
এই গ্রন্থের প্রথম সংক্ষিপ্ত সংস্করণ বাংলা একাডেমি প্রকাশ করেছিল ১৯৯৩ সালে। সে সংস্করণটির কয়েকটি মুদ্রণের পর বর্তমান সংস্করণটি বর্ধিত সংস্করণ হিসেবে প্রকাশিত হল। এই সম্প্রসারণকৃত সংস্করণটির ফলে পাঠক আরজ আলী মাতুব্বরকে আরও গভীরভাবে অনুধাবন করতে পারবেন।