
ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে আমেরিকা
আমেরিকার সবচেয়ে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (মিসাইল ডিফেন্স সিস্টেম) পেতে যাচ্ছে ইউক্রেন। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংবাদ দিয়েছে সিএনএন ও এপি।
প্রতিবেদনে বলা হয়, কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহের ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন।
একের পর এক রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন। দেশটির বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে রাশিয়া। এরই প্রেক্ষিতে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি। সেই আহ্বানে সাড়া দিতে যাচ্ছে আমেরিকা।
প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই যত দ্রুত সম্ভব, তা ইউক্রেনের কাছে সরবরাহ করা হবে।
তবে এটি এতই উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা, যা হাতে পেলেও ঠিকমতো কাজে লাগাতে ইউক্রেনকে বেগ পেতে হবে। কারণ প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম চালাতে বিশেষভাবে দক্ষ এবং প্রশিক্ষিত জনবলের প্রয়োজন হয়।
সিএনএন বলছে, এটি চালানো শেখাতে জার্মানির একটি মার্কিন সেনা ঘাঁটিতে ইউক্রেনীয় সৈন্যদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।
প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম দূর পাল্লার ক্ষেপণাস্ত্রসহ আকাশপথে হামলা ঠেকাতে সক্ষম। বলা হচ্ছে, অতি-উচ্চ ক্ষমতাসম্পন্ন এই প্রতিরক্ষা ব্যবস্থা অনেক দূর থেকেও রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও বিমানগুলোকে ভূপতিত করতে পারবে।