
ইউক্রেনে প্রায় ৭ হাজার বেসামরিক মানুষ নিহত: জাতিসংঘ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬ হাজার ৮৮৪ জন বেসামরিক মানুষের মৃত্যুর কথা নিশ্চিত করতে পেরেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) জানিয়েছে, নিহতদের মধ্যে ৪২৯ জন শিশু। খবর দ্য গার্ডিয়ান।
জাতিসংঘ বলছে, বেসামরিক নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। যুদ্ধ চলমান থাকার কারণে অনেক এলাকার তথ্য পাওয়া যাচ্ছে না। এছাড়া বেশকিছু জায়গা রয়েছে যেখানকার অবস্থা সম্পর্কে কোনো তথ্য মিলছে না।
এদিকে সম্প্রতি সমঝোতার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেন সংঘাতে জড়িত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া। তবে সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আলোচনার ওই প্রস্তাবে আস্থা নেই কিয়েভের।
যুদ্ধ শুরুর পর থেকেই দুইপক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক পক্ষ। অবশ্য মাঝখানে কয়েকদফা মুখোমুখি বসলেও নানা কারণে ব্যর্থ হয়েছে আলোচনা। এবার রুশ প্রেসিডেন্ট নিজেই দিলেন প্রস্তাব।
পুতিন বলেন, ‘রাশিয়ার নাগরিকদের নিরাপত্তার জন্য আমি সব করতে পারি। আর এ জন্যই যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সবগুলো পক্ষের সঙ্গে আলোচনা করতে চাই।’
জবাবে কিয়েভ বলছে, শত শত বেসামরিক মানুষকে হত্যার দায় এড়াতেই আলোচনার কথা বলছে রাশিয়া।
এ ঘটনায় সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘রাশিয়া এ যুদ্ধে জেতার জন্য মরিয়া হয়েছে উঠেছে। আমাদের আশঙ্কা যেকোনো সময় আরো বড় পরিসরে হামলা শুরু করতে পারে রুশ বাহিনী। যেভাবেই হোক রাশিয়া আমাদের অন্ধকার যুগ পাঠাতে চায়।’