
ইউক্রেনে রাশিয়া হারলে পারমাণবিক যুদ্ধ হতে পারে : মেদভেদেভ
ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে ন্যাটোকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। খবর আলজাজিরার।
এক টেলিগ্রাম বার্তায় মেদভেদেভ বলেন, ‘প্রথাগত যুদ্ধে একটি পারমাণবিক ক্ষমতাধর দেশ হেরে গেলে পারমাণবিক যুদ্ধের সূচনা হতে পারে।’
রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মেদভেদেভ দেশটির নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন মেদভেদেভ।
মেদভেদেভ বলেন, ‘যে সব বড় ধরনের সংঘাতের ওপর ভাগ্য নির্ভর করে সেসব সংঘাতে পরমাণু শক্তিধর দেশগুলো কখনো হারে না।’
তিনি সতর্ক করে জানান, সামরিক জোট ন্যাটো ও অন্যান্য পশ্চিমা প্রতিরক্ষা নেতাদের তাদের নীতির ঝুঁকি বিবেচনা করা উচিত।
আগামীকাল শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনকে সহযোগিতা করার বিষয়ে আলোচনার জন্য বৈঠক করবেন পশ্চিমারা।