আন্তর্জাতিকইউরোপ

ইতালির সংসদে স্তন্যপান করাতে পারবেন নারী সদস্যরা

সংসদীয় অধিবেশন চলাকালে এখন থেকে স্তন্যপান করাতে পারবেন ইতালির নারী সংসদ সদস্যরা। আজ বুধবার এমন আইন পাস করা হয় দেশটির সংসদে।

নতুন এ আইনে উল্লেখ করা হয়, যেসব নারী এমপিদের স্তন্যপান উপযুক্ত সন্তান রয়েছে তাদের জন্য একটি বিশেষ গ্যালারি করা হবে। পাশাপাশি সংসদের উঁচু আসনগুলোও তাদের জন্য নির্দিষ্ট করা হবে।

সংসদ অধিবেশনকালীন যেসব নারী সংসদ সদস্য তাদের শিশুদের নিয়ে আসবেন তারা ওইসব নির্ধারিত আসনে বসবেন। এর আগে শুধু এক বছর বয়েসের কমবয়সী শিশুদের সংসদ অধিবেশনে নিয়ে আসতে পারতেন নারী সংসদ সদস্যরা। নতুন আইনে শিশুদের বয়স সংক্রান্ত এ বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে।

ইতালির ক্ষমতাসীন দল ফাইভস্টার মুভমেন্ট ও পার্লামেন্টারি কমিটির সদস্য গিল্ডা স্পোর্টিয়েল্লিও বলেন, ‘এটা খুবই চমৎকার একটি উদ্যোগ। এখন থেকে নতুন মা হওয়া এমপিদের আর ‘সন্তান অথবা সিনেট অধিবেশন’ বেছে নেওয়ার ঝামেলায় পড়তে হবে না। সন্তানের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি রাজনৈতিক দায়িত্বও তারা পালন করতে পারবেন। এই আইন ইতালির গণতন্ত্রের এক উজ্জ্বল উদাহরণ।’

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বরাবরই কর্মক্ষেত্রে নতুন মা হওয়া নারীদের জন্য উপযোগী কর্মপরিবেশ তৈরিতে সচেষ্ট ছিলেন। দেশটির জন্মহার ব্যাপকহারে কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি।

২০১৯ সালে যেসব এমপির উদ্যোগে প্রথমবারের মতো পার্লামেন্টে শিশুসন্তানকে স্তন্যপানের আইন পাস হয়, তাদের মধ্যে জর্জিয়া মেলোনি অন্যতম। চলতি বছর অক্টোবরে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এ আইন পাস করলেন জর্জিয়া মেলোনি।

নতুন এ আইনকে স্বাগত জানিয়েছে ইতালির বিরোধী দলও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension