ইভিএম এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন রাহুল গান্ধী
ভারতের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে তিনি ভারতে ইভিএম’কে ‘ব্লাক বক্স’ হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, কেউই এটা ব্যবহারের অনুমতি দেয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এতে বলা হয়, রাহুল গান্ধী রোববার এ কথা বলেছেন। তিনি বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিযে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
রাহুল বলেন, যখন জবাবদিহিতার অভাব থাকে প্রতিষ্ঠানে তখন গণতন্ত্র জালিয়াতি ও প্রতারণার ঝুঁকিতে পড়ে। মুম্বইয়ের উত্তর-পশ্চিম থেকে মাত্র ৪৮ ভোটে জয় পাওয়া শিবসেনার এক প্রার্থীর বিষয় উল্লেখ করে ওই মন্তব্য করেন। ওই প্রার্থীর কাছে ইভিএম খোলা যায় এমন একটি ফোন ছিল বলে মিডিয়ায় রিপোর্ট হয়। এছাড়া এক্সে ইলন মাস্ক একটি পোস্ট দিয়েছেন।
তাতে তিনি ইভিএম তুলে দেয়ার বিষয়ে আলোচনা করেছেন। সেই পোস্ট ট্যাগ করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। ইলন মাস্ক তার পোস্টে বলেছেন, আমাদের উটিত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তুলে দেয়া। মানুষ বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এই যন্ত্র হ্যাক করার ঝুঁকি অনেক বেশি।
উল্লেখ্য, বিরোধী দলগুলো নিযে উদ্বেগের কথা জানিয়ে আসছে কিছুদিন ধরে। তারা ভিভিপিএটি স্লিপ শতভাগ গণনা দাবি করছে, যার অনুমতি দেয়া হয়নি। এদিন আরও আগে সাবেক ইলেকট্রনিকস অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি বিষয়ক প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকে এ্স এবং তেলসা প্রধান ইলন মাস্কের পোস্ট সম্পর্কে জানানো হয়। জবাবে তিনি বলেন, এসব উদ্বেগ ভারতীয় ইভিএম মেশিনের জন্য প্রযোজ্য নয়। ইলন মাস্ক যেটা বলতে চেয়েছেন তা হলো- যেকোনো কিছু হ্যাক হতে পারে।