
ইরানের ওপর শিগগিরই নতুন নিষেধাজ্ঞা
ইরানে গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিক্ষোভ থামছেই না। সরকার কঠোরভাবে বিক্ষোভ দমন করায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এর আওতায় নতুন করে ৩৭ ইরানি কর্মকর্তা ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আরটিই নিউজ।
ইরানের বড় বড় শহরে এখনও বিক্ষোভকারীরা সক্রিয়। দেশটির সরকার তাদের ওপর ব্যাপক কঠোরতা আরোপ করেছে। এ পর্যন্ত চারজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, এ পর্যন্ত ৫ শতাধিক লোক নিহত ও ১৪ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছে।
কূটনীতিকরা বলেছেন, বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের জন্য ইউরোপীয় ইউনিয়ন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিলেও এখনও রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার বিষয়ে বিরত আছে।
ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা আগামী সোমবার ব্রাসেলসে নির্ধারিত বৈঠকে মিলিত হবেন। সেখানে তেহরানের ওপর নিষেধাজ্ঞার চতুর্থ প্যাকেজ চূড়ান্ত হতে পারে।
গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী ইরানি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু হয় পুলিশ হেফাজতে। তার মৃত্যুর পর তেহরানে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।
এর আগে তেহরানের নৈতিকতা পুলিশ, আইআরজিসি কমান্ডার, রাষ্ট্রীয় মিডিয়াসহ বেশকিছু ইরানি কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ।
তবে জার্মানি এবং অন্যান্য সদস্য দেশের আহ্বান সত্ত্বেও ইইউ এখন পর্যন্ত আইআরজিসিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেনি। ইইউ কর্মকর্তারা মনে করেন, আইআরজিসির ওপর নিষেধাজ্ঞা দিলে ইরানের সাথে করা পারমাণবিক চুক্তি পুনর্বহালের প্রচেষ্টাকে শেষ করে দিতে পারে।