
ইচ্ছে করে পৃথিবীর শুভ্র পৃষ্ঠার অনিবার্য অক্ষর হতে
ইচ্ছে করে, অ আ ক খ-এর মতো আমাকে সম্মিলিত কণ্ঠে আত্মস্থ করুক কিন্ডারগার্ডেটের দুরন্ত শিশু,
পথ ভোলা পথিক আমাকে নিয়ে লিখুক দু চার পৃষ্ঠা ভুলের গদ্য।
একটা খয়েরি বিকেল শেষে গোধূলির শেষ আলো টুকুর মতো কেউ আমাকে ছুঁয়ে থাক।
ইচ্ছে করে হেমন্তের কুয়াশা জড়ানো ভোরে আমার দীর্ঘশ্বাসেরা হয়ে যাবে জ্বলজ্বলে শিশির,
ইচ্ছে হয় আমার রোজনামচাগুলো অনায়াসে হয়ে যাক কোনো ভাবুক কবির কবিতার অন্তর্নিহিত রূপক,
হে পৃথিবী, তুমি তো জানো,আমি বরাবর অমরত্বের বৃক্ষে ফোঁটাতে চেই চামেলি, শিউলি জুঁই,
অথচ, তুমি অশুভ ইচ্ছের ইরেজার হাতে কী ভয়ংকর ভাবে তেড়ে আসো!
আমার সুবিন্যাস্ত আক্ষরিক অবয়বকে মুছে দিতে চাও কালের ধবধবে পৃষ্ঠা থেকে।