বিনোদন

ঈদ আয়োজনে বৈশাখী টেলিভিশনে ৩০ নাটক

ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে মোট ৩০ নাটক,৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন।
বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন প্রিয়াংকা বিশ্বাস, নাসির, চম্পা বনিক, অনুপমা মুক্তি, সাব্বির, রুমানা ইসলাম ও শবনম প্রিয়াংকা।

ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা, সাগর দেওয়ান ও অংকন ইয়াসমিন, কর্ণিয়া, ফকির শাহাবুদ্দীন ও ইসরাত জাহান জুঁই, অপু আনাম ও নদী, খায়রুল ওয়াসী ও মিতু, রাবেয়া সেতু ও জেসি মোশাররফ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তাবাসসুম প্রিয়াংকা ও তমা রসিদ।

নিকোলাস হীরার প্রযোজনায় এবং চিত্রনায়িকা বৃষ্টি ইসলামের উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০ টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

ঈদের দিন দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান।

দুপুর ১.৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। নাটকের গান ও ফানি মোমেন্ট অনুষ্ঠান দুটি প্রযোজনা করেছেন নিকোলাস হীরা।

ঈদের ৭দিন দুপুর ২.৩০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘খায়রুন সুন্দরী’। একে সোহেলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান প্রমুখ।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘কথা দাও সাথী হবে’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর প্রমুখ। পরিচালনা সোহানুর রহমান সোহান।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘হৃদয়ের কথা’। এসএ হক অলিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, মৌসুমী প্রমুখ।

ঈদের চতুর্থ দিন রয়েছে ‘আমি জেল থেকে বলছি’। মালেক আফসারীর পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, মৌসুমী, নদী, ওমর সানী প্রমুখ।

ঈদের ৫ম দিন রয়েছে ‘জীবন মরণের সাথী’। শাহাদৎ হোসেন লিটনের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আলমগীর, মিশা সওদাগর প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘মনের সাথে যুদ্ধ’। আহমেদ নাসিরের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, বাপ্পারাজ প্রমুখ।

ঈদের ৭ম দিন প্রচার হবে ‘মিয়া বাড়ির চাকর’। শাহাদৎ হোসেন লিটনের পরিচালনায় এতে অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, ফরীদি প্রমুখ।

নাটকগুলোর মধ্যে ১৬টি একক, এবং ৭ পর্বের ৫টি ধারাবাহিক এবং ৭টি মেগা। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে এবং ৯.৫০ মিনিটে। এর বাইরে ঈদের দিন সকাল ৯.০০টায় প্রচার হবে আল হাজেনের পরিচালনায় একক নাটক ‘বধূ কোন আলো লাগলো চোখে’। অভিনয় করেছেন- তানজিকা আমিন, রহমতউল্লাহ, ইশতিয়াক আহমেদ রুমেল প্রমুখ।

সকাল ১০.০০ টায় ‘সেম সেম বাট ডিফরেন্ট’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় ও মেহেদী রনির পরিচালনায় এতে অভিনয় করেছেন- মোশারফ করিম, শাকিলা পারভিন, প্রণব সরকার অপু প্রমুখ।

বাকি ১৪টি একক নাটকের মধ্যে- মোশারফ করিম, তাসনুভা তিশার ‘ধরা’, রাশেদ সীমান্ত, অহনার ‘প্রেম পরীক্ষা’, ‘নিলয়-হিমির ‘আত্মীয়’, মোশারফ করিম রোবেনা রেজা জুঁইয়ের ‘ভাড়ায় বিয়ে’, রাশেদ সীমান্ত, অহনার ‘পুত্রবধূ’, মোশারফ করিম রোবেনা রেজা জুঁইয়ের ‘বিক্রিত জিনিস ফেরত নহে’, ফারহান আহমেদ জোভান-কেয়া পায়েলের ‘বন্ধুত্ব নাকি প্রেম’,খায়রুল বাসার-তানজিন তিশার ‘মানুষ মানুষ খেলা’, নিলয়- হিমির ‘আমরা বিবাহিত’, তৌসিফ কেয়া পায়েলের ‘সামার ব্রেক’, মুশফিক ফারহান-মাহিরর ‘শুধু তোমার জন্য’, নিলয়-সাফা কবিরের ‘জান আমার’, জোভান-কেয়া পায়েলের ‘এ হৃদয়’ এবং মোশরফ করিম-নীঞ্জনা নীলার ‘প্রেমের কোনো বয়স নাই’।

ঈদের ৫টি ৭ পর্বের ধারাবাহিক হলো- আশরাফী মিঠুর পরিচালনায় জাহের আলভী-জেবা জান্নাত অভিনীত ‘বিবাহ অভিযান’, সরদার রোকনের পরিচালনায় এ্যালেন শুভ্র-সারিকা অভিনীত ‘বিউটি এখন নায়িকা’, জামাল মল্লিকের পরিচালনায় খায়রুল বাসার-নাজিয়া অর্ষা অভিনীত, ‘সোনাভান, এস আই সোহেলের পরিচালনায় মীর সাব্বির-ফারহানা মিলি অভিনীত ‘বাপকা বেটা’ এবং হানিফ খানের পরিচালনায় জাহিদ হাসান-আশনা হাবিব ভাবনা অভিনীত ‘ক্ষমা করে দিও’।

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১.৩৫ মিনিট থেকে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো-
আজিজুল হাকিম, দিলারা জামান, মীর সাব্বির অভিনীত ‘কোরবানীর বিরাট হাট’, ইরফান সাজ্জাদ-নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ-মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল- নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু-ফাজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, আঁচল-হাসান জাহাঙ্গীর অভিনীত ‘বডিগার্ড’ এবং মুকিত জাকারিয়া- উর্মিলা শ্রাবন্তী কর অভিনীত ‘পরিপূর্ণ ভালোবাসা’।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension