
সহস্র যুগ কেটে যাবার পরেও
-পরীক্ষা নিও।
এডভেঞ্চার এনো লীলায়।
একগুঁয়ে আমি
তবু এলার্ম দেই না যন্ত্রে।
মাথায় মোরগের ডাকে ঘুম ভাঙে
কাঁটায় কাঁটায় সাড়ে পাঁচে।
“আসসালাতু খাইরুম মিনান নাউম”।
নিশ্চয়ই আরাম আলস্যের চাইতে
এডভেঞ্চার উত্তম।
সহস্র যুগ কেটে যাবার পরেও
-পরীক্ষা নিও।
এডভেঞ্চার এনো লীলায়।
একগুঁয়ে আমি
তবু এলার্ম দেই না যন্ত্রে।
মাথায় মোরগের ডাকে ঘুম ভাঙে
কাঁটায় কাঁটায় সাড়ে পাঁচে।
“আসসালাতু খাইরুম মিনান নাউম”।
নিশ্চয়ই আরাম আলস্যের চাইতে
এডভেঞ্চার উত্তম।