বইয়ের কথাবাংলাদেশসাহিত্য

‘একজন দারা স্যার’ বইয়ের মোড়ক উন্মোচন

অনুস্বর পাবলিকেশনস্‌ থেকে প্রকাশিত ‘একজন দারা স্যার’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় শনিবার (১৮ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে সন্ধ্যা ৬টায় প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। বইটি লিখেছেন নাজমুন টুনি।

দারা শামসুদ্দীন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। অধ্যাপনা থেকে তিনি অবসর নিয়েছেন কয়েক বছর আগে নাজমুন টুনি একটা দীর্ঘ সময় তাঁর ছাত্রী ছিলেন। এখন তিনি নিজেও শিক্ষক। বর্তমানে তিনি ঢাকা কলেজের ভূগোল বিভাগে শিক্ষকতা করছেন। কিন্তু তাঁরা ছাত্র-শিক্ষকের সম্পর্ককে নিয়ে গেছেন এক ভিন্ন উচ্চতায়। সেকারণেই এত বছর পরেও নাজমুন টুনি তাঁর প্রথম বইটি লিখেছেন শ্রদ্ধাজন ও প্রিয় শিক্ষককে নিয়ে।

মোড়ক উন্মোচনের সময় লেখক নাজমুন টুনি বলেন, এক জীবনে শিক্ষক তো অনেক পাই আমরা, সকলেই নিজের সাধ্যমত শেখাতে চান শিক্ষার্থীকে। কিন্তু সকলে কি শিক্ষার্থীর মনে সমানভাবে দাগ কাটতে পারেন না। আমার বোধ, বুদ্ধি আর উপলব্ধির পরিণত অবস্থানটির যদি কোনো প্রশংসনীয় দিক থেকে থাকে, তবে তার জন্য কৃতজ্ঞতাবোধটি যার দিকে ধাবিত হবে, তিনি আমার প্রিয় শিক্ষক অধ্যাপক দারা শামসুদ্দীন, আমার দারা স্যার।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘একজন দারা স্যার’ ব‌ইটির মূল ও প্রধান চরিত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক দারা শামসুদ্দীন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী, কবি নজরুল সরকারি কলেজ, ঢাকার ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এ বি এস এ সাদী মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহিদুর রশিদ, ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবু সৈয়দ মো. আজিজুল ইসলাম, ঢাকা মহানগরীর খেলাঘরের অন্যতম সংগঠক ও ক্যামব্রিয়ান কলেজের শিক্ষক নুসরাত তানজিমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো. রেজাউল রনি, ঢাকা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান, ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফেরদাউস রহমান, নিউ ইয়র্ক প্রবাসী লেখক ও সাংবাদিক দর্পণ কবীর, কথাসাহিত্যিক দীলতাজ রহমান, উদ্যোক্তা আশরাফুন আশা, বিডি নিউজের সাংবাদিক আফসার বিপুল, অনুস্বর পাবলিকেশনসের নির্বাহী প্রকাশক মুবিন খান ও অন্যান্য অতিথিবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension