
অবেলায় হেঁটে যাব কোনো এক
অজানা দেশে
তোমার গায়ের ঘ্রাণে দ্বিতীয়ার
চাঁদ খুঁজে পাওয়া।
কতদিন খুঁজেছি তারে হেমন্তের
মৃদু জ্যোৎস্নাতে
তোমাকে খুঁজিতে গেছি আউশের
জল ভরা ক্ষেতে।
হাতে হাত রেখে যাব পৌষের
শীত সন্ধ্যায়
দহনে আশ্রয় দিয়ো চৈত্রের
তপ্ত বেলায়।
মিলন মেলায় খুঁজেছিলাম
কোন সে নিকেতন!
পেয়েছিলাম কাঁটায় ভরা
রক্ত গোলাপ বন।
বুনো হাঁসের পাখায় ছিল
অগাধ জলের নেশা
তাই এভাবেই তোমার কাছে
ছুটে আসা।
আমি তোমার হারানো সেই দিন।