
কবিতা
এদেশ কারো বাপের নয়
মহান হতেই দিচ্ছ ভরে ভিক্ষাপাত্রে করছো দান?
এমন করে যোগ্যতরের কেমন করে রাখছো মান?
তুমিই নাকি রাজেন্দ্রানী! তোমার হাতেই সব বিচার?
পথের ধুলোয় মরছে ধুঁকে যোগ্যরা সব, দায়টা কার?
আজ যা কিছু বিলিয়ে দিয়ে প্রমাণ করো কৌলিন্য,
প্রজার প্রাপ্য তাকেই দিয়ে দেখাও তোমার দাক্ষিণ্য!
চাতুরীটা বুঝতে তোমার আর তো কিছুই নেই বাকি,
তোমার কেনা গোলাম যে আজ উর্দিধারী সব খাকি।
চাকরি চুরি, প্রাপ্য চুরি, মিথ্যে ভড়ং আর কত?
সাধারণের ফিরছে হুঁশ আজ, তাজা বুকের সব ক্ষত।
স্বেচ্ছাচারির নামবে ধ্বজা, পতন রোখে সাধ্য কার?
এসব তো নয় মুখের কথা ইতিহাসও সাক্ষী তার।
গরীব-চাষী-মুটে-মজুর সংখ্যালঘুর হবেই জয়
রক্ত-ঘামের মূল্যে কেনা এদেশ কারো বাপের নয়।