
এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল
দিন দুয়েক আগেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছিল শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। এবার একই পথে হাঁটার চিন্তা করছে মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যালফাবেট। ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা প্রতিষ্ঠানটির। অ্যালফাবেট জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের প্যারেন্ট কোম্পানি।
শুক্রবার কর্মীদের পাঠানো এক স্মারকে ছাঁটাই পরিকল্পনার বিষয়টি জানিয়েছেন অ্যালফাবেট ও গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর রয়টার্সের।
কর্মী ছাঁটাইয়ের সংবাদটি এমন এক অর্থনৈতিক সংকট ও প্রযুক্তিগত প্রতিশ্রুতির সময় এলো, যখন গুগল ও মাইক্রোসফট সফটওয়্যারের নতুন ক্ষেত্র ‘কৃত্তিম বুদ্ধিমত্তা’ (এআই) সেক্টরে বিনিয়োগ করছে।
এর আগে গত বুধবার মাইক্রোসফটের কর্মী ছাঁটাইয়ের বিষয়টি জানা যায়। বিশ্বের বিভিন্ন দেশে ২ লাখ ২০ হাজার কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির। এর মধ্যে ৫-১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থবাজার সংশ্লিষ্টরা।
শুধু প্রযুক্তি খাতই নয়, ছাঁটাইয়ের হাওয়া লেগেছে ই-কমার্স প্রতিষ্ঠানেও। বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যামাজন.কম ইনকরপোরেশন ১৮ হাজার কর্মী ছাঁটাই করছে, এমন খবরও আসে গত বুধবার।
অনলাইন বিক্রির প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়ার কারণে এবং সম্ভাব্য মন্দায় গ্রাহকদের ক্রয়ক্ষমতায় ছাপ পড়তে পারে, এমন আশঙ্কায় অ্যামাজন এই ছাঁটাই শুরু করেছে। অ্যামাজনে এখন বিশ্বজুড়ে তিন লাখ ৫০ হাজার করপোরেট কর্মী রয়েছেন।