গণমাধ্যমযুক্তরাষ্ট্র

এরদোগানের বিজয়ের খবর কেন এত গুরুত্ব দিল পশ্চিমা গণমাধ্যম?

তুরস্কের নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোগানের বিজয়ের খবর মার্কিন গণমাধ্যমেগুলো গুরুত্ব দিয়ে প্রচার করেছে।

বেশিরভাগ মার্কিন গণমাধ্যমের খবরের শিরোনাম ছিল এরদোগানের বিজয়। খবর ইয়েনি সাফাকের।

এবারের তুরস্কের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করেছে মার্কিনসহ পশ্চিমা গণমাধ্যমগুলো। নির্বাচনের আগে সংবাদের পাশাপাশি বিশেষ নিবন্ধ ও সাময়িকী প্রকাশ করেছে বেশ গুরুত্ব দিয়ে।

বিজয়ের পর এরদোগানের মধ্যরাতের ভাষণসহ লিড নিউজ করেছে সিএনএন। একইভাবে এরদোগানের জয়ের খবর হেডলাইন করেছে নিউইয়র্ক টাইমস।

একইভাবে ওয়াল স্ট্রিট জার্নালও গুরুত্ব দিয়ে ছেপেছে এরদোগানের জয়ের খবর। পলিটিকোর কভার পেজেও ছিল এরদোগানের খবর।

ওয়াশিংটন পোস্টের শীর্ষ খবরে ছিল নির্বাচনে এরদোগানের বিজয়ের খবর। সব মিলিয়ে পশ্চিমা গণমাধ্যমের বিশেষ নজর লক্ষ্য করা গেছে তুরস্কের নির্বাচনে।

তার একটা কারণও রয়েছে। তুরস্কের নির্বাচনের আগে পশ্চিমা গণমাধ্যমগুলো এরদোগানের বিরুদ্ধে আদা-জল খেয়ে নামে তাকে হারানোর জন্য।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনোমিস্ট থেকে শুরু করে জার্মান পত্রিকা বিল্ডের শিরোনাম ছিল এরদোগানবিরোধী।

তুরস্কের অর্থনীতি ও গণতস্ত্র চাঙ্গা করতে এবার এরদোগানকে পরাজিত করে নতুন নেতৃত্ব চায় তুরস্কের জনগণ— এ ধরনের ব্যাপক প্রচারণা চালায় পশ্চিমা গণমাধ্যমগুলো।

কিন্তু শেষ পর্যন্ত আবার তুরস্কের জনগণ এরদোগানের পক্ষে রায় দেওয়ায় যারপরনাই অবাক হয়েছে পশ্চিমা গণমাধ্যমের নিয়ন্ত্রকরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension