
ঐতিহাসিক সিটি হলের সামনে উদযাপিত হবে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ২৯ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপিত হবে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ওইদিন স্থানীয় সময় দুপুর বারোটায় প্রথমবারের মতো ঐতিহাসিক সিটি হলের সামনের কোর্ট ইয়ার্ডে এই উপলক্ষে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন, কথামালা, মুক্তিযুদ্ধের কবিতা পাঠ ও দেশের গান পরিবেশিত হবে।
জানা গেছে, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
আটলান্টিক সিটির ইতিহাসে এই প্রথমবারের মতো সিটি হলের (নগর ভবন)এর সামনে কোর্ট ইয়ার্ডে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপিত হতে যাচ্ছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দলমত নির্বিশেষে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।