আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

ওমরাহকারীদের জন্য মক্কা-মদিনায় উচ্চগতির ট্রেন

মক্কা ও মদিনায় যাতায়াতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা ২০ মিনিট। উচ্চগতিসম্পন্ন হারামাইন ট্রেনে যেতে পারবেন ওমরাহযাত্রীরা। ঘণ্টায় তিন শ কিলোমিটারের বেশি গতিতে ছুটবে এ ট্রেন। দ্রুততর সময়ে গন্তব্যে পৌঁছতে সমন্বিত পরিবহন নেটওয়ার্কের অংশ হিসেবে এ ট্রেন চালু করা হয়।

সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ সূত্রে জানা যায়, উচ্চগতিসম্পন্ন হারামাইন এক্সপ্রেস ট্রেনে বিজনেস ও ইকোনমি ক্লাসে চার শজনেরও বেশি যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। ৪৪৯ কিলোমিটার দীর্ঘ পথে এই ট্রেনে যাতায়াতের টিকিট মূল্য ৪০ রিয়াল (১০ ডলার) থেকে ১৫০ রিয়াল (৪০ ডলার) পর্যন্ত। ট্রেনটি জেদ্দায় কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে যাত্রা বিরতি দেবে।

জানা যায়, ২০০৯ সালে হাইস্পিড ট্রেন প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ২৫ সেপ্টেম্বর তা আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করে। এরপর ১১ অক্টোবর সবার জন্য তা উন্মুক্ত হয়। প্রতিবছর এ ট্রেনে ৬০ মিলিয়ন যাত্রী পরিবহনের আশা করা হয়। সড়কপথের যানজট এড়াতে এ ট্রেনে ৩-৪ মিলিয়ন হজ ও ওমরাহযাত্রী যাতায়াত করেন। ২০২০ সালের ২০ মার্চ কভিড-১৯ মহামারি প্রাদুর্ভাবে ট্রেনের কার্যক্রম দীর্ঘ এক বছর বন্ধ ছিল। ২০২১ সালের ৩১ মার্চ পুনরায় এর চলাচল শুরু হয়।

সৌদি আরবে অবস্থানকালে বিশ্বের যেকোনো দেশের কেউ ওমরাহ পালনের সুযোগ পাবেন। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের ভিসা স্কিমে এ অনুমোদন দেওয়া হয়। সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নে ঝামেলামুক্ত পরিবেশে সংস্কৃতি ও ধর্মীয় অভিজ্ঞতা অর্জনে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। তা ছাড়া ওমরাহযাত্রীদের নিজেদের প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থাপনার জন্য মাকাম প্ল্যাটফর্ম (maqam.gds.haj.gov.sa) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। তা ছাড়া করোনাবিষয়ক চিকিৎসার জন্য স্বাস্থ্য বীমার শর্তারোপ করা হয়।

আরব নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension