
কংগ্রেসকে শুভেচ্ছা জানালেন মোদি
ভারতের কর্নাটক বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে পরাজিত করে বিপুলভোটে জয়ী হয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেস।
কর্নাটক নির্বাচন নিয়ে এক টুইটবার্তায় পরাজয় মেনে নিয়ে কংগ্রেসকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
টুইট বার্তায় মোদি লিখেন, ‘কর্নাটক নির্বাচনে যারা আমাদের সমর্থন করেছেন আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি বিজেপি কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করতে চাই। আমরা আগামী দিনে আরও জোরালোভাবে কর্ণাটকের সেবা করব।’
এরপর কংগ্রেসের উদ্দেশে তিনি লিখেন, ‘কর্নাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য কংগ্রেসকে অভিনন্দন। জনগণের আশা-আকাঙ্খা পূরণে তাদের প্রতি আমার শুভকামনা।’
উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপির হয়ে কর্নাটকে অনেক জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচারের শেষ ১০ দিন ওই রাজ্যে নিয়মিত গিয়েছেন তিনি। তবে তার ‘ব্র্যান্ড’ও বিজেপিকে ক্ষমতায় ফেরাতে পারল না এই দক্ষিণী রাজ্যে। এর মাধ্যমে এখন দক্ষিণের কোনো রাজ্যেই ক্ষমতায় থাকল না বিজেপি।
এদিকে বিজেপির এই হারকে ‘মোদির হার’ হিসেবে আখ্যা দিয়েছে কংগ্রেস। তাদের দাবি, এবারে কর্নাটকে সরাসরি রাহুল বনাম মোদির লড়াই হয়েছিল। আর তাতে জয়ী হয়েছেন সাবেক কংগ্রেস সাংসদ।
২২৪ আসন সমন্বিত কর্নাটকে কংগ্রেস এ পর্যন্ত ১৩৬ আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ৬৫ আসনে। চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসার আগেই পরাজয় স্বীকার করেছেন কর্নাটকের বিদায়ী মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।