
কপ-২৭: জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত দেশের জন্য তহবিল গঠনে সম্মত ইইউ
জলবায়ু বিপর্যয়ের ফলে ক্ষতির শিকার হয়েছে অনেক দরিদ্র দেশ। যদিও কার্বন নির্গমনে এসব দেশের দায় সবচেয়ে কম। মিসরে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে আজ শুক্রবার ক্ষতিপূরণের জন্য তহবিল গঠনে সম্মত হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। খবর দ্য গার্ডিয়ান।
কপ-২৭ সম্মেলনে বিপর্যয়ের শিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর সুরক্ষার জন্য একটি তহবিল গঠনের দাবি তোলে উন্নয়নশীল দেশগুলো। তাদের দাবি ছিল, যেসব দেশ কার্বন নির্গমণ করে জলবায়ু বিপর্যয় ঘটাচ্ছে তাদেরই এর দায় নিতে হবে। স্বভাবতই ধনী দেশগুলো এ দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
অবশ্য দেরিতে হলেও সেই প্রস্তাবে সম্মত হয়েছে ইইউ। শেষপর্যন্ত জলবায়ু বিপর্যয়ের শিকার দেশগুলোর জন্য ক্ষতিপূরণের প্রস্তাব দিতে সম্মত হয়েছে।
ইইউর পক্ষে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট ফ্রান্স টিমারম্যানস সম্মেলনে তহবিল প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছেন। তবে ধনী দেশগুলো বরাবরের মতোই এ প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে।
প্রস্তাবের প্রাথমিক প্রতিক্রিয়া মোটাদাগে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন টিমারম্যানস।
অন্যান্য ধনী দেশগুলো শেষপর্যন্ত এতে সম্মত হবে কিনা তা নিশ্চিত নয়। তবে তাদের সদিচ্ছা নিশ্চিত করার জন্য দরকষাকষি চলছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক।
প্রসঙ্গত, কার্বন নির্গমন ঘটিয়ে জলবায়ু বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী চীন, যুক্তরাষ্ট্র, ভারত ও রাশিয়া। এরপরই আসে ইউরোপীয় ইউিনয়নের নাম।