
কোভিড-১৯ এর ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ এর সংক্রমণের মাত্রা বেশি হলেও এর তীব্রতা কম। তবে এরপরেও বয়স্ক, শিশু ও গর্ভবতী নারীদের সতর্ক থাকতে হবে।
ভারতের কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) এমনটাই বলেছেন বলে জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস।
মন্ত্রী বলেন, ওমিক্রনের এই সাব-ভ্যারিয়েন্টের সঙ্গে অন্যান্য ভ্যারিয়েন্টের একমাত্র পার্থক্যই হলো এর তীব্রতা কম।
এরপরেও প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না রাজ্য সরকার। কে সুধাকর জানিয়েছেন, কর্নাটক রাজ্যের সমস্ত জেলায় করোনাভাইরাস বৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলায় মক ড্রিল (প্রস্তুতিমূলক মহড়া) চলছে।
এ মহড়ায় রাজ্যের সরকারি ও বেসরকারি বেশ কয়েকটি হাসপাতাল যোগ দিয়েছে।
এরই মধ্যে রাজ্য থেকে জারি করা নির্দেশিকায় ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, থিয়েটার ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্ক বাধ্যতামূলক করেছে। আন্তর্জাতিক যাত্রীদেরও পর্যবেক্ষণের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্নাটকের কোনো রেস্টুরেন্ট, বার ও পাবে ঢোকার ক্ষেত্রে অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন দেওয়া থাকতে হবে। এমনকি নতুন বছরের উদযাপনও রাত একটার মধ্যে শেষ করতে হবে।