
কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, ৮ যাত্রীর সকলে নিহত
কলম্বিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। ওই বিমানে সেসময় ৮ জনই ছিলেন। জানা গেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিনের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে ওলায়া হেরেরা বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। তবে মাঝপথে এটি যান্ত্রিক ত্রুটির কারণে ভূমিতে আছড়ে পড়ে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।
খবরে জানানো হয়, বিধ্বস্ত হওয়ার পূর্বে পাইলট বিমানের ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার কথা জানান। বিমানবন্দরের একটি টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে, ছয় যাত্রী এবং দুই ক্রুসহ উড়োজাহাজে মোট আট জন ব্যক্তি ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে। বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়লেও সেখানে কেউ হতাহত হয়নি। কলম্বিয়ার জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি একটি ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই ভবনটির উপরের তলাগুলো ধ্বংস হয়ে যায়।
দমকল কর্মীরা বিক্ষিপ্ত টাইলস এবং ধসে পড়া ইটের দেয়ালের মধ্যেই আগুন নেভানোর কাজ চালিয়ে গেছে। মোট সাতটি বাড়ি এই ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে।
শহরের মেয়র ড্যানিয়েল কুইন্টেরো জানান, বেলেন রোজালেস সেক্টরে বিমান দুর্ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সরকারের পূর্ণ ক্ষমতা সক্রিয় করা হয়েছে। তিনি আরও জানান, উড়োজাহাজটি একটি টুইন ইঞ্জিনের পাইপার ছিল। এটি মেডেলিন থেকে চকোর পার্শ্ববর্তী পিজারোর দিকে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই ইঞ্জিন থেকে ত্রুটির সংকেত পান পাইলট। কিন্তু তখন আর বিমানবন্দরে ফিরে আসার সুযোগ ছিল না।