কাউন্সিলম্যান মোমিনুল হক মামুনের নির্বাচনী সভা আয়োজিত
আটলান্টিক সিটি প্রতিনিধি: গত ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী মোমিনুল হক মামুনের নির্বাচনী সভা স্থানীয় এক ভেন্যুতে অনুষ্ঠিত হয়। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন আনজুম জিয়া,আমীর কাশ্মীরি, মনিরুজামান মনির, জাহাংগির হোসেন ভূঁইয়া, সুমন মজুমদার, মো. শাহরিয়ার আহমেদ,মিরাজ খান, মো. দিদার, ফরহাদ সিদ্দীক, সুব্রত চৌধুরী , সৈয়দ শহীদ, মো. আইয়ুব, আকবর হোসেন, আমিরুল ইসলাম টফি, শাহারু চৌধুরী, ফারুক তালুকদার,কুতুবউদদীন এমরান, বেলাল হোসেন, গিয়াসউদদীন পাঠান,বিপ্লব দেব, সাঈদ দোহা, মো. শাহীন, আসিফ আনোয়ার, জাকিরুল ইসলাম খোকা, সোহেল আহমদ, শেখ আমিন, ফেরদৌস আহমদ, শামসুল ইসলাম শাহজাহান, সৈয়দ মো. কাউসার, মোকতাদির রহমান,কাঞ্চন বল, সাব্বির হোসেন ভূঁইয়া,আব্দুর রফিক,শহীদ খান প্রমুখ ।
সভায় বক্তারা বলেন, আজকের ঐক্যবদ্ধ সভার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটিতে ঐক্যের যে সূচনা হয়েছে সেটা যেন বজায় থাকে।
বক্তারা আশা প্রকাশ করেন,এই ঐক্য যেন শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য না হয়ে বাংলাদেশ কমিউনিটির সাধারন স্বার্থে হয় এবং এই ঐক্য যেন চিরকাল অটুট থাকে। তারা আরও বলেন, মূলধারায় আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, কোন সংগঠনকে নয়।কাজেই মূলধারায় বাংলাদেশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই লক্ষ্যেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আটলান্টিক সিটিতে ক্রিয়াশীল সকল বাংলাদেশি সংগঠনের মধ্যেও ঐক্যের তাগিদ দেন।