
খেলা
কাপ নিয়ে দেশে মেসিরা
বিশ্বকাপ জয় করে দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর রাত ২টা ২০ মিনিটে লিওনেল মেসিদের বহনকারী বিমান রাজধানী বুয়েনস এইরেসে পৌঁছায়।
আর্জেন্টিনা দল শিরোপা জয়ের পর সোমবারই কাতার ছাড়ে। সেখান থেকে ইতালি হয়ে তারা এখন দেশে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, আর্জেন্টিনা সময় সোমবার সকালে ইতালির রাজধানী রোমে পা রাখে চ্যাম্পিনয়রা। এরপর আর্জেন্ট্নিা সময় বিকেলে তারা ইতালি ছাড়ে।
মেসিরা ব্শ্বিকাপ নিশ্চিত করার পর থেকেই আর্জেন্টিনায় উৎসব চলছে। এখন মেসিদের নিয়ে তাদের উদ্যাপনের পালা।
মঙ্গলবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।