কাবুলে বাসে বিস্ফোরণ, নিহত ৭
আফগানিস্তানের রাজধানীতে মঙ্গলবার একটি বাসে বিস্ফোরণ হয়েছে। এতে সাতজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, বিস্ফোরণটি হয়েছে রাজধানীর দাশত-ই-বারচি এলাকায়, যা ঐতিহাসিকভাবে নিপীড়িত শিয়া হাজারও সম্প্রদায়ের একটি ছিটমহল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে জাদরান বলেছেন, ‘কাবুলের দাশত-ই-বারচি এলাকায় বেসামরিক যাত্রীবাহী একটি বাসে বিস্ফোরণ ঘটেছে।
দুর্ভাগ্যবশত এতে সাতজন স্বদেশি নিহত এবং আরো ২০ জন আহত হয়েছে।’ নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন বলেও জানিয়েছেন জাদরান।
অক্টোবরের শেষের দিকে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী একই পাড়ার একটি স্পোর্টস ক্লাবে মারাত্মক বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। ওই বিস্ফোরণে চারজন নিহত ও সাতজন আহত হওয়ার কথা জানিয়েছিল তালেবান কর্তৃপক্ষ।
মার্কিন সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান। তাদের বিদ্রোহ শেষ করার পর থেকে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে আইএসের আঞ্চলিক শাখাসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর হুমকি রয়ে গেছে।
সূত্র: এএফপি