
ব্যাকুল হয়ে শব্দ তালাশ আঁকবো ভাবি চুপকথা
দেয় না ধরা কল্পলোকের জলসাঘরের রূপকথা।
ঠিক তখনই তোমার দেখা, মন সড়কের বাঁকটাতে,
রোদের ঝিলিক দেয় উঁকি, দুই কৃষ্ণচূড়ার ফাঁকটাতে।
স্বল্প আলোয়,হৃদয় আমার ভাঙছে যখন আড়মোড়া,
চোখ দুটোতে স্পর্ধা লুকোই,ঠোঁট তখনও মুখচোরা।
কাব্য কাহন তোমায় নিয়েই, তাতেই যে মন বানভাসি
মোহ নয় এতো বুঝলে প্রিয়! আসলেই বড় ভালোবাসি।