
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে মা-শিশুসহ ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে গোলাগুলির ঘটনায় এক মা ও তার ৬ মাস বয়সী শিশুসহ ৬ জন নিহত হয়েছে। মার্কিন পুলিশ প্রাথমিকভাবে দু’জন সন্দেহভাজনকে সনাক্ত করে তাদের খোঁজ করছে।
জানা গেছে, সোমবার ভোরে কয়েকজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার কৃষিভিত্তিক সান জোয়াকিন উপত্যকার ফ্রেসনোর দক্ষিণ-পূর্বে অবস্থিত আধা-গ্রামীণ এলাকা গোশেনের একটি বাড়িতে ঢুকে গুলি চালায়।
এসময় শব্দ শুনে একজন প্রতিবেশী পুলিশকে ফোন করে। সাত মিনিট পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাড়ির ভিতরে ৬ জনকে মৃত অবস্থায় দেখতে পায়।
স্থানিয় কাউন্টি শেরিফ মাইক বওড্রোক্স সাংবাদিকদের বলেন, এটি একটি টার্গেট অ্যাটাক যা মাদক সহিংসতার সাথে যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ১৭ বছর বয়সী মা এবং (তার) ছয় মাস বয়সী শিশু দুজনেরই মাথায় গুলি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে ২ জনকে রাস্তায়, ১ জনকে বাড়িটির দরজায় এবং ৩ জনকে বাড়ির ভিতরে পড়ে থাকতে দেখে; যার মধ্যে ১ জন জীবিত ছিল। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।
এ ঘটনার বিষয়ে আরও তথ্য পাওয়া গেলেও তদন্তের স্বার্থে আর কোনো তথ্য জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
হামলার সময় ভবনের ভিতর লুকিয়ে থাকা দু’জন বেঁচে যায় এবং কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া যায়, যারা বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।