
ক্ষেপণাস্ত্র ছুড়ে বছর শেষ করলো উত্তর কোরিয়া
২০২২ সালের শেষ দিনটি ক্ষেপণাস্ত্র ছুড়ে পার করলো উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্বে সমুদ্রের দিকে শনিবার ৩টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, পিয়ংইয়ংয়ের দক্ষিণে উত্তর হাওয়াংহাই প্রদেশ থেকে শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ৩টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এ ব্যাপারে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তিনটি ক্ষেপণাস্ত্রই প্রায় ১০০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৩৫০ কিলোমিটার দূর পর্যন্ত উড়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও একই তথ্য জানিয়েছে। এ ঘটনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়ে অবিলম্বে এ ধরনের কাজ বন্ধের আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ। তিনি বলেন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি গুরুতর উসকানি, যা কোরীয় উপদ্বীপের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে বিনষ্ট করছে।
এ ব্যাপারে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড জানায়, উত্তর কোরিয়ার সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনী বা ওয়াশিংটনের মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকির সৃষ্টি করেনি। তবে তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল প্রভাব তুলে ধরেছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়া ২০২২ সালে উল্লেখযোগ্যসংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।