এইচ এম হাসান মাহমুদ
কাচ ফাটা জানালা অদৃশ্য এক ভাঙন।
নিঃশব্দ বোবা কান্নায় স্তব্ধ কণ্ঠস্বর,
হাড় চ্যুতির অশ্রু বিলীনে দ্বিখণ্ডিত
অনুভবের গোধূলি উত্তীর্ণ
হয়ে রাতের আঁধার।
স্বপ্নভরা কল্পনার সাত রঙ আগ্নেয়গিরির দাহে
অদৃশ্যতার অন্তরালে পাহাড়সম বেদনা।
কৃত্রিম হাসির মাঝে ফোঁটা ফোঁটা
বৃষ্টির মতো কখনো অশ্রু ঝরে,
রক্তলাঞ্ছিত চোরাস্রোতে উদ্বাস্তু,
ভাঙা জীবনে তুমুল কোজাগরীর
আলো ভাঙে বেদনার আর্ত-পতনে
অমোঘ বিস্ফোরণে।
নক্ষত্রখচিত উন্মুক্ত আকাশের বিস্তীর্ণ
উল্টো হয়ে ভেসে জলপৃষ্ঠে, ব্যথাহত ধূসরে
পরম শান্তির ঘুমন্ত হই,
স্বাচ্ছন্দ্যে শ্বাস ফেলে মুক্তি মধুর গহীনে হারাই।