
আন্তর্জাতিক
খামেনিকে ‘ব্যঙ্গ’ : ইরানে ফরাসি রাষ্ট্রদূতকে তলব, ইনস্টিটিউট বন্ধ
ইরানের সর্বোচ্চ রাজনৈতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে কটূক্তি করে শার্লি এবদোর কার্টুন ছাপার ঘটনায় ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে তেহরান।
কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে সমর্থন জানাতে গত মাসে আয়োজিত কার্টুন প্রতিযোগিতার অংশ হিসেবে ফরাসি সাময়িকী শার্লি এবদো নেতা আয়াতুল্লাহ খামেনির কার্টুন ছেপেছিল।
সেই সাথে তারা তেহরানভিত্তিক ফরাসি একটি ইসন্টিটিউটও বন্ধ করে দেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব রিসার্চ’ বন্ধ করে দেওয়াকে প্রতিবাদের প্রথম পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে।