
‘খালেদা জিয়াকে মুক্তি না দিলে নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না’
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার রাজশাহী মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোনও নির্বাচন বা নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না।
মির্জা ফখরুল নির্বাচনের মাঠে সব দলকে সমান অধিকার দেওয়ার দাবিজানিয়ে বলেন, ‘নির্বাচনের মাঠ সমান করতে হবে, সব দলকে সমান অধিকার দিতে হবে। দেশনেত্রী বেগম খালদা জিয়াকে মুক্তি দিতে দিতে হবে। অন্যথায় কোনও নির্বাচন বা নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না।’
তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে এই স্বৈরাচার সরকার আটকে রেখেছে। তিনি অসুস্থ, হাসপাতালে তার চিকিৎসা চলছিল, সেখান থেকে তাকে জেলখানায় নেওয়া হয়েছে।’
বিএনপির মহাসচিব বলেন, ‘জনগণের মধ্যে ঐক্য গড়ে আমরা বাংলাদেশের মুক্তি জন্য লড়াই করছি। এ জন্যই আমরা সংলাপে বসেছিলাম। আমাদের দাবি ছিল, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, দেশনেত্রীকে মুক্তি দিতে হবে। কিন্তু তা করা হয়নি।’
তিনি বলেন, ‘গত পাঁচ বছর ধরে গণতন্ত্র রক্ষার জন্য আমরা আন্দোলন করে যাচ্ছি। তারা পুলিশ দিয়ে, বন্দুক-পিস্তল দিয়ে মানুষকে গণতন্ত্রের অধিকার থেকে বঞ্চিত রেখেছে।’
সাত দফা দাবি নিয়ে সিলেট, চট্টগ্রাম, ঢাকার পর এবার রাজশাহীতে জনসভা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। শুক্রবার বেলা দুইটার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠে এ সভার কার্যক্রম শুরু হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু এতে সভাপতিত্ব করেন।
কিন্তু শারীরিক অসুস্থতার জন্য সভায় উপস্থিত হতে পারেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি জনসভায় উপস্থিত থাকতে না পারলেও মোবাইল ফোনে জনসভায় তার বক্তব্য শোনানো হয়।
জনসভায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মির্জা আব্বাস, জেএসডির সভাপতি আসম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সদস্য সুলতান মো. মনসুর আহমেদ প্রমুখ।