
১.
সাকি, সক্রেটিস একদা পান করেছিলো বিষের বাটি ;
যদিও সে চেয়েছিলো পৃথিবীর সব অজ্ঞতার ঘাঁটি
করে দিতে চুরমার। হায়, আমাদের বিবেক-বিভ্রম!
তাই তাঁহারে কোলে তুলে নিয়েছিলো মমতাময়ী মাটি ।
২.
খৈয়াম, পথের ধারে দেখেছিলাম মস্ত সরাইখানা;
তাই প্রাণ খুলিয়া পান করেছি আমিও দু’চার আনা।
এই দুনিয়ার দরবারে ভাই আমরা যে মুসাফির—
কোথায় ছিলাম, গন্তব্য কোথায়—নাই কিছু তার জানা!
৩.
খৈয়াম, জীবন খাতায় অঙ্ক পারি নাই মেলাতে আমি;
যোগ বিয়োগের সংখ্যা গুনে কেটে গেলো দিবসযামী।
শেষ হলো খাতা, শেষ হলো কালি, ফলাফল শুধু শূণ্য—
ভিটেমাটি গেলো, গেলো জহরত—নেই কিছু আর দামি।
৪.
খৈয়াম, খবর রটে গেছে তুমি না কি মাতাল-নাস্তিক?
পারস্য পেরিয়ে সে বার্তা ছেয়েছে পৃথিবীর চারিদিক ।
কেন বিনিদ্র রাতে বিচরণ করো দূর নক্ষত্রলোকে?
তোমায় বোঝে নাই মূর্খ মানুষ—তাহাদের শত ধিক।