গভীর খাদে পড়ে গেল ভারতীয় সেনাবাহিনীর গাড়ি, ৪ সেনা নিহত
সড়ক দুর্ঘটনায় অন্তত চার ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের পেডং থেকে সিকিমের জুলুকে যাওয়ার পথে গতকাল বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার সিল্ক রুট নামে পরিচিত রেনক রংলি রাজ্য মহাসড়কের পাশে দালোপচাঁদ দার কাছে উল্লম্ব বীরে প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নিচে পড়ে যায় গাড়িটি।
গাড়িটিতে চারজন আরোহী ছিলেন, যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন– মধ্যপ্রদেশের সিপাহি প্রদীপ প্যাটেল, ইম্ফলের বাসিন্দা সিএফএন ডব্লিউ পিটার, হরিয়ানার বাসিন্দা নায়েক গুরসেভ সিং এবং তামিলনাড়ুর বাসিন্দা সুবেদার কে থাঙ্গাপণ্ডি। নিহত সব সেনা সদস্য পশ্চিমবঙ্গের বিনাগুড়ির একটি ইউনিটের সদস্য।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং তদন্ত চলছে।
নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ইন্ডিয়া টুডে