গরমের কারণে কমছে প্রজনন হার!
গরমের কারণে সারা বিশ্বে মৃত্যু কমানো যাচ্ছে না। তবে, কমে যাচ্ছে প্রজনন হার। এ কারণে জন্মহারও কমে যাচ্ছে। সম্প্রতি পপুলেশন স্টাডিজ নামের জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। সংবাদমাধ্যম ইকোনোমিস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গবেষণায় অত্যধিক তাপমাত্রা ও সন্তান জন্ম দেওয়ার মধ্যে যোগসূত্র খোঁজা হয়। এতে দেখা যায়, গরম বেড়ে যাওয়ার পর স্পেনের মানুষদের মধ্যে প্রজনন হার কমেছে প্রায় ৯ মাস। এই পরিসংখ্যান খুব কম মনে হলেও জলবায়ু পরিবর্তনের আরেকটি প্রভাব বের করা গেল।
তাপমাত্রা ও প্রজনন হার নিয়ে করা এ গবেষণার নেতৃত্ব দেন জার্মানির ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ডেমোগ্রাফিক রিসার্চের রিস্তো কন্তে কেইভাবু। ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য নিয়ে চালানো হয় এ গবেষণা।
এতে দেখা যায়, তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পর প্রজনন হার ৯ মাস কমে যায়। এ ছাড়া তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে এই হার আরও কমতে থাকে।
জলবায়ু ও প্রজননের যোগসূত্র নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই কাজ করছেন। শীতের সময় সন্তান নেওয়ার প্রবণতা বেশি থাকে, এটা স্বাভাবিক। এবার গবেষণা বলছে, তাপমাত্রা বেড়ে গেলে প্রজনন হার কমে যেতে পারে। আপাতত কমার প্রবণতা কম হলেও তা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেই মনে করছেন গবেষকেরা।
আমেরিকার ৭০ বছরের তথ্য পর্যালোচনা করে গবেষকেরা বলছেন, যেসব দিনে তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি সে সময় জন্মহার দশমিক ৪ শতাংশ কমে যায়। অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১ হাজার ১০০ সন্তান কম জন্ম নেওয়ার পরিস্থিতি তৈরি হয়।