
নাদিরা বেগম
আমি একটা গল্প বলবো শুনতে তোমরা চাও?
দেশটা কেমনে স্বাধীন হলো তোমরা শুনে নাও।
সোনার ছেলে জন্ম নিলো মায়ের কোলটা ভরে
স্বাধীনতার তিলক টিকা ছিল কপালে জুড়ে।
মা বাবা নাম রাখলেন শেখ মুজিবর রহমান
ধ্যানে জ্ঞ্যানে জপেন তিনি বাংলাদেশের নাম।
বঙ্গবন্ধু জাতির পিতা জাতির অনেক ঋণ
এক আঙুলের ইশারায় দেশটা হলো স্বাধীন।
জাতির পিতা জন্ম দিল একটি সোনার দেশ
পনেরই আগস্ট করল তাকে নির্মম ভাবে শেষ।
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সারা দেশবাসী
চোখের জলের স্রোতে ভাসে বাংলা মায়ের হাসি।