আন্তর্জাতিকএশিয়া

গাজার মসজিদে ইসরায়েলি হামলা, ১০ শিশুসহ নিহত ১৬

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে হামলা ও অভিযানের পাশাপাশি গাজাজুড়ে হামলা আরও তীব্র করেছে দখলদার দেশ ইসরায়েল। এবার গাজার এক মসজিদে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশু। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অনেকে। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে এসব শিশুসহ অনেক নারীও ওই মসজিদে আশ্রয় নিয়েছিলেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজায় রাতভর তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার একপর্যায়ে উত্তর গাজা শহরের ফাতিমা আল-জাহরা মসজিদে বোমাবর্ষণ করে দখলদার বাহিনীরা। হামলার পরপরই তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১০ জন বলে জানানো হলেও পরে তা বেড়ে ১৬ জনে পৌঁছায়।

নিহতদের মধ্যে অন্তত ১০ শিশু রয়েছে বলেও জানিয়েছে আল জাজিরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই বাস্তুচ্যুত নারী ও শিশুরা। মসজিদটিতে একটি কোরআন স্কুলও ছিল।

এছাড়া, ইসরায়েলি হামলায় দারাজের আশপাশের আল-সাহাবা স্ট্রিটের মসজিদ এবং আশপাশের ভবনগুলোও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আল জাজিরা আরও জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে আলাদা আরেকটি ইসরায়েলি হামলায় কমপক্ষে আটজন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন জানিয়ে ওয়াফা বলেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension