গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে অনশনে আইনপ্রণেতারা
গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হোয়াইট হাউজের সামনে ৫ দিনের অনশন শুরু করেছেন দেশটির দুজন আইনপ্রণেতাসহ বেশ কয়েকজন অধিকারকর্মী।
সোমবার থেকে শুরু হওয়া এই অনশনে ফিলিস্তিনি অধিকার সমর্থকরাসহ মার্কিন অভিনেত্রী ও প্রগতিশীল অ্যাডভোকেট সিনথিয়া নিক্সনও অংশ নিয়েছেন।
অনশনকারীদের মধ্যে আরও রয়েছেন, ইউএস ক্যাম্পেইন ফর প্যালেস্টাইন রাইটস (ইউএসসিপিআর), জুইশ ভয়েস ফর পিস (জেভিপি) এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা। এছাড়া বিশিষ্ট মুসলিম, ইহুদি নেতারাও তাদের সঙ্গে যোগ দিয়েছেন।
কর্মীরা গাজায় ইসরাইলি আক্রমণকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার নিন্দা করেছেন। পাশাপাশি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
জোর দিয়ে বলেছেন, জনমত জরিপ দেখায়, বেশিরভাগ আমেরিকান যুদ্ধবিরতি সমর্থন করে। গাজায় সাময়িক যুদ্ধবিরতি শুক্রবার (২৪ নভেম্বর) থেকে শুরু হয়ে সোমবার (২৭ নভেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও তা আরও দুদিন বাড়িয়ে বুধবার পর্যন্ত করা হয়েছে। এ যুদ্ধবিরতি স্থায়ী করে যুদ্ধ বন্ধের দাবিতেই নেমেছেন অনশনকারীরা। নিক্সন যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বাইডেনকে অনুরোধ করেছেন।
নিউইয়র্কের রাজ্য পরিষদের প্রতিনিধি জোহরান মামদানি তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে বলেছেন, যুদ্ধবিরতি স্থায়ী হওয়া দরকার। অনশনে বক্তৃতার মাধ্যমে হামাসের হাতে জিম্মি ইসরাইলি এবং ইসরাইলের হাতে বন্দি ফিলিস্তিনিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন জোহরান।
ডেলাওয়্যার রাজ্যের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট আইনপ্রণেতা মদিনা উইলসন-অ্যান্টন বলেছেন, অধিকাংশ আমেরিকান স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে। কিন্তু আমাদের প্রেসিডেন্ট এবং কংগ্রেস সদস্যরা এ বিষয়ে অগ্রগামী পদক্ষেপ নিচ্ছেন না।
আরও বলেছেন, আমি আশা রাখি চলতি সপ্তাহে আমরা আমাদের প্রেসিডেন্ট এবং কংগ্রেস সদস্যদের সমর্থন পাব। ফিলিস্তিনি-আমেরিকান লেখক এবং অ্যাডভোকেট সুমায়া আওয়াদ বলেছেন, ‘আমি ফিলিস্তিনি। আমি একজন আমেরিকানও। আমি স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে অনশন করছি। স্থায়ী যুদ্ধবিরতি পেতে আমরা প্রেসিডেন্টকে সম্ভাব্য সব উপায়ে চাপ দিতে থাকব।’
এদিকে ইসরাইলি নেতারা জানিয়েছেন, যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে তারা আরও তীব্রতার সঙ্গে বোমাবর্ষণ আবার শুরু করবে। তারা উত্তর গাজার বাসিন্দাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করেছে। ইসরাইলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রেই গত সপ্তাহে বলেছেন, গাজা উপত্যকার উত্তরের এলাকাটি একটি যুদ্ধক্ষেত্র এবং সেখানে থাকা নিষিদ্ধ।