
গাজা যুদ্ধ ইস্যুতে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ইমরান হুসেনর পদত্যাগ
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ইমরান হুসেন পদত্যাগ করেছেন। তিনি সংসদ সদস্য এবং কর্মসংস্থান অধিকার ও সুরক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী। গাজায় ইসরায়েলি হামলার পক্ষে লেবার নেতা কিয়ার স্টারমারের অবস্থানের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। হুসেন দলের ফ্রন্টবেঞ্চ থেকে পদত্যাগ করেছেন।
স্টারমারকে দেওয়া তাঁর পদত্যাগপত্রে হুসেইন বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি আপনার নেওয়া সিদ্ধান্ত থেকে যথেষ্ট আলাদা।’
হুসেন আরো উল্লেখ করেছেন, গত ১১ অক্টোবর এক সাক্ষাৎকারে লেবার নেতা গাজায় ‘ইসরায়েলি সামরিক বাহিনীর পদক্ষেপকে সমর্থন করতে দেখা গেছে।’ হুসেন লিখেছেন, ‘আমি আপনার মন্তব্যগুলো স্পষ্ট করার জন্য আপনার পরবর্তী বিবৃতিগুলোর প্রশংসা করি। গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সর্বাধিক জোর দেওয়া হচ্ছে- এই পদক্ষেপেরও প্রশংসা করি।
আমরা উভয়েই রক্তপাত বন্ধ করতে চাই এবং আমি বিশ্বাস করি, পার্টিকে আরো এগিয়ে যেতে হবে এবং যুদ্ধবিরতির আহ্বান জানাতে হবে।’
হুসেইন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে ‘বেসামরিকদের সুরক্ষার সব আন্তর্জাতিক আইন ইচ্ছাকৃতভাবে লঙ্ঘন বা যুদ্ধাপরাধ করার অধিকার থাকতে পারে না।’ গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলারও নিন্দা জানান তিনি। হুসেন তাঁর পদত্যাগপত্রটির শেষে উল্লেখ করেছেন, তিনি গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি চান।
এ ছাড়া দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের শান্তির জন্য একটি স্থায়ী ব্যবস্থার বিষয়ে চাপ দেবেন। তিনি এই বিষয়ে লেবার পার্টির পেছন থেকে কাজ চালিয়ে যাবেন।
সূত্র: আল জাজিরা