আমি আমার বন্ধুদের জন্য বড্ড একা
তারা আমাকে খুব পছন্দ করে
আমার আগমনকে বিশ্বাস করে
তারা মনে হয় আমাকে দেখার জন্য
অন্যদের চেয়ে বেশিবার উপরে তাকায়
আমি, যে এত বেশি সময় নিচের দিকে তাকাই
মানুষের দুঃখ দুর্দশা তৈরির কোনো কারণ দেখি না
ধ্বস্তাধস্তি আর বোমা বিস্ফোরণের ধূলাবালি
আমি একদমই পছন্দ করি না।
আমার দৃষ্টিশক্তি ঘোলা হয়ে আসে।
শোক ও দুঃখের জনপদ অন্যরকম লাগে
একটি সাধারণ মরুভূমির অন্যরকম দীপ্তি
শিশুরা প্রার্থনার মতো করে আমার নাম নেয়।
কখনও কখনও আমি সোনার থালার চেয়ে বড়
মহাকায় এক স্বর্ণমুদ্রা সবাই আকুল হয়ে দেখে
আমি যে এত শান্ত এটা বোধহয় ঠিক নয়।
(নাওমি শিহাব নাইয়ের ‘মুন ওভার গাযা’ অবলম্বনে)