
গার্মেন্টস হেলপারদের সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা করার দাবি
সর্বনিম্ন মজুরি ২২ হাজার টাকা করে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠনসহ আট দফা দাবি জানিয়েছেন গার্মেন্টস হেলপাররা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (বিজিডব্লিউইউসি) আয়োজিত মানববন্ধনে তারা এসব দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েই চলেছে। এতে পরিবহন খরচ বেড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও ক্রমাগত বাড়ছে। ফলে গার্মেন্টস শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ বর্তমানে দিশাহারা জীবনযাপন করছেন। শ্রমিকরা বর্তমানে অনাহারে-অর্ধাহারে কাজ করছে। তাই সরকারের উচিত শ্রমিকদের জন্য ভর্তুকিমূল্যে চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও চিনির রেশনিং ব্যবস্থা চালু করা।’
বক্তারা বলেন, ‘দেশে যখনই শ্রম আইন বা বিধি প্রণীত হয়েছে, সেখানে শ্রমিক স্বার্থবিরোধী শব্দ চয়ন সংযোজিত হয়েছে। এসব কালা-কানুন বাতিল করে শ্রমিকবান্ধব শ্রম আইন ও বিধিমালা প্রণয়ন দরকার।’
মানববন্ধনে আরও বলা হয়, ‘শ্রম মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর এবং ডাইফির দুর্নীতি আজ সীমাহীন, অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। শ্রম মন্ত্রণালয়কে অবিলম্বে দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে এবং সৎ ও দক্ষ কর্মকর্তাদের নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’