রাজীব হাসান
এইতো সেদিনও গিয়েছিলাম তোমার শহরে
শহরের সবকিছুই বদলে গেছে।
কোনো কিছুই আর আগের মতো নেই
শহরের মতো করে কি তুমিও বদলে গেলে!
কেন জানি না তোমার সাথে আমার দূরত্বটা
আস্তে আস্তে মিনিট থেকে ঘন্টা, ঘন্টা থেকে দিন।
এভাবেই বাড়তেই আছে প্রতিনিয়ত
তবে কি আমাদের সম্পর্কটা ঠিক আগের মতো নেই!
গিয়েছিলাম তোমার শহরে
সেই চেনা গলি আর পরিচিত পুকুরপার।
সবকিছুই আজ অনেকটা পাল্টে গেছে
ঠিক সুহাসিনীর মতো করেই।
তোমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত
এখন তোমার শহরের মতো বদলে যাচ্ছে।
তুমি কি আমার মতো তোমার শহরের ওপরে জাদু করেছ!
কেনই বা শহরের প্রতি এতদিন পরেও এত মায়া
কেনই বা ওই শহরের প্রতিটা কোণায় কোণায়
নিজেকে খুঁজে পাচ্ছি কেনই বা সব অতীত মনে পড়ছে।
তবে কি তোমার মতো করে তোমার শহরটাকেও
নিজের একান্ত আপন করে নিয়েছি।
তোমার শহরটা প্রতিনিয়ত এখন হাতছানি দেয়
সাথে মনটাও ছুটে যেতে চায় সেই শহরে।
কিন্তু অজানা একটা হাত পেছন থেকে টেনে ধরে আছে
আর বলছে ওখানে তোর কেউ নেই, যাস্ না ওখানে।
খানিক পরে থমকে দাঁড়াই আসলেই তো!
যার জন্য এই শহরে আসা আজ সেই তো নেই।
কেনই বা আর তার সেই শহরের মায়ায় নিজেকে
আটকে রেখেছি এতদিন ধরে।
ভুলে যা মন সেই চেনা মানুষের চেনা শহরটাকে।