
গুজরাট উপকূল থেকে বিপুল গোলাবারুদসহ ১০ পাকিস্তানি আটক
বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গুজরাট উপকূল থেকে ১০ পাকিস্তানি নাগরিককে আটক করেছে ভারতের কোস্টগার্ড। গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড ও ইন্ডিয়ান কোস্টগার্ডের এক যৌথ অভিযানে সোমবার একটি বোটসহ ওই পাকিস্তানিদের আটক করা হয়। আটকদের থেকে ৪০ কিলোগ্রাম মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়, যার অর্থমূল্য প্রায় ৩০০ কোটি রুপি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে স্ক্রলডটইন জানায়, গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ ডিসেম্বর) রাত থেকে গুজরাট উপকূলে টহল শুরু করে ভারতের কোস্টগার্ড। টহলে ব্যবহার করা হয় অরিঞ্জয় নামের কোস্টগার্ডের বিশেষ জাহাজ।
সোমবার তারা গুজরাট উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি বোট শনাক্ত করেন। বোটটিকে তারা থামার জন্য বারবার সংকেত দেন। এক পর্যায়ে হুঁশিয়ারিমূলক ফাঁকাগুলিও ছোড়েন। কিন্তু বোটটি তা অগ্রাহ্য করে পালাতে চেষ্টা করে। পালানোর আগে তা জব্দ করেত সক্ষম হয় ভারতীয় কোস্টগার্ড।
আটকদের গুজরাটের ওখা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১৮ মাসে গুজরাটের সন্ত্রাসবিরোধী স্কোয়াড ও ইন্ডিয়ান কোস্টগার্ড সাতটি যৌথ অভিযান পরিচালনা করে। ছয়টি আভিযান থেকে ইতোঃপূর্বে প্রায় ৩৪৬ কেজি হিরোইন জব্দ করা হয়, যার অর্থমূল্য প্রায় এক হাজার ৯৩০ কোটি রুপি। তাছাড়া একই সময়ে ৪৪ পাকিস্তানি ও সাতজন ইরানি নাগরিক আটক করা হয়।
সোমবারের (২৬ ডিসেম্বর) আগে ওই জলসীমা থেকে গত ১৮ মাসে কোনো অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার করা হয়নি।