
এমএ রহমান
স্বার্থের দেয়ালে লেখা,ভালোবাসা বিক্রি হবে!
পাশ দিয়ে হেঁটে যাই,কিছুক্ষণ থির চেয়ে দেখি
তারপর হেঁটে যাই সামনের অন্ধকার গলি
যেতে যেতে মন বলে,একদিন আমিও…!
সময়েরা বেরসিক, স্বভাবে অভাব আসে বলে
জীবনের আলপথ দিয়ে নির্জনে এনেছে একা
অন্ধকার সহবাসে গিলে খাই জোছনার আলো
আশাই জীবন;দিনান্তিক চোখেমুখে মাখতে হয়
বেদনাকে বলেছি কেঁদো না; একদিন আমিও…!
নাগরিক এ শহরে গুদামজাত আজকে ভালোবাসা!
নিরাশার দৃষ্টিচোখে বিলবোর্ডে চেয়ে থাকি,
“ভালোবাসা বিক্রি হবে” বিজ্ঞাপনে!
স্বপ্নগুলো মরে গেলে, আশারা ক্লান্তিতে থেমে গেলে—
ক্ষুধার দুর্ভিক্ষে নয়,ভালোবাসার মহামারীতে—
একদিন…
বেনামি মৃত্যু মিছিলে প্রতিবাদী এক যোদ্ধা হব।