
(উৎসর্গ: বিপন্ন বাংলাদেশ)
ডাকিনীর কালো চুলের মতো আঁধার
বিছায়ে রেখেছে জাল পৃথিবীর ‘পর।
রক্তচোষা বাদুড়ের দল ক্ষমাহীন
উল্লাসে মেতেছে আবার। তোমার দিন,
আর কোনো দিন আসবে না ফিরে—নারী,
তাঁর প্রতিক্ষায় রাত ভোর হবে; বাড়ি
তবু ফিরবে না সে—‘ভালোবাসি তোমায়’—
বলে হৃদয় ভরাবে না। তথাপি হায়,
তোমার প্রবল প্রার্থনায় নয়নের
জল হাহাকার বাড়াবে শুধু-ই। ফের
কোনো নির্জন সন্ধ্যায় পথ চেয়ে তাঁর
মঙ্গল প্রদীপ জ্বালো, ঘরের দুয়ার
রাখো খুলে—তোমার সব আশা বিফলে
যাবে—সে শুয়ে আছে; লাশ ঝিলের জলে!