কবিতাসাহিত্য

গুম

তাহমিদ হাসান


একটি পাখি রোজ
নিঃশব্দে খেলা করতো পৃথিবীর সবুজ ঘাসে;
কখনো সারাবেলা গাইতো গান
মধুর স্বর্গীয় সুরে।
অথবা ডানা মেলে উড়ে যেতো
আবেগের অসীম আকাশে ।
আহা, স্বর্গীয় সৌন্দর্যমন্ডিত স্বাধীন পাখি !

হঠাৎ একদিন
পাখি হাওয়া হয়ে গেলো ;
খেলার মাঠ, পরিচিত চায়ের আড্ডা ,
শোক কিংবা উৎসব—
কোথাও তাকে পাওয়া গেলো না।
খোঁজ নিয়ে জানা গেলো,
তাহার মতন হারিয়ে গেছে অনেক পাখি;
মুছে গেছে তাহাদের চরণ-চিহ্ন,
থেমে গেছে কোলাহল ।
এখন আমাদের
নাগরিক নীরবতা ভাঙে
যন্ত্র আর দানবের চিৎকারে।

হায় পাখি,
ফিরে এসো প্রিয় পাখি;
ফিরে এসো শরত-মেঘের শুভ্রতায়,
বসন্ত বাতাসে,
বরষার রিমঝিম সুরে;
ফিরে এসো পরিচিত পৃথিবীর পথে !

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension