
পৌষের শীত ছিল,
গায়ে ভারি জামা ছিল,
মন তবু চাইছিল
ছিড়েখুঁড়ে দ্যাখ।
গাড়ি-ঘোড়া যাচ্ছিল,
সবকিছু চলছিল,
শুধু একা স্থির ছিল
গুলশান এক।
সন্ধ্যার নিকেতন
ঘরে ফেরা লোকজন,
সব ছেড়ে ধরে সে
সাইকেল ট্র্যাক।
জন্মক্ষণ উৎযাপন
লালফুল খুঁজে মন,
চুপচাপ দেখে বসে
গুলশান এক।
আধখোলা জামাতে
ফুলগুলো রাখাতে,
ঠাণ্ডা হাওয়ায়
শীতাসে জেঁকে।
তবু ফুল বাঁচাতে
সাইকেল চালাতে,
মনোষ্ণতা ছড়ায়
গুলশান একে।
আনচান থিতু হয়
ফুলতো অবিনশ্বর নয়,
ট্র্যাশবিনে আশ্রয়
করে না তো ব্যাক।
দিনটিন পার হয়
ভুলাভুলি মনময়
শুধু স্থির হয়ে রয়
গুলশান এক।