ভারত
গোমাংস পরিবহনে কোনো বাধা নেই: এলাহাবাদ হাইকোর্ট
ভারতের উত্তর প্রদেশের গোহত্যা প্রতিরোধ আইনে গরুর মাংস পরিবহনের ক্ষেত্রে কোনো নিষেধ নেই বলে এলাহাবাদ হাইকোর্ট এক পর্যবেক্ষণে জানিয়েছেন। ভাসিম আহমেদ নামের এক ব্যক্তির করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পঙ্কজ ভাটিয়া গতকাল শুক্রবার এ কথা জানান।
গরুর মাংস পরিবহনে ব্যবহারের অভিযোগে ভাসিমের মোটরসাইকেল জব্দ করেছেন ফতেহপুর জেলা ম্যাজিস্ট্রেট। ভাসিম অভিযোগ খণ্ডনের মতো কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ দিতে পারেননি।
তবে ম্যাজিস্ট্রেটের আদেশকে চ্যালেঞ্জ করে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করেছিলেন ভাসিম।
সূত্র : এনডিটিভি