
গ্রুপ সেরা হয়ে শেষ ষোলতে নেদারল্যান্ডস
দুর্দান্ত ছন্দে থাকা কোডি গ্যাকপো গোল পেলেন আরও একবার। ফ্রেংকি ডি ইয়ং দেশের জার্সিতে দীর্ঘ দিনের গোল ক্ষরা কাটালেন। এই দুইয়ের নৈপুণ্যে কাতারকে সহজেই হারাল নেদারল্যান্ডস। ফলে গ্রুপ ‘এ’ থেকে সেরা হয়েই শেষ ষোলোতে পা রাখল দলটি।
কাতার বিশ্বকাপে মঙ্গলবার ‘এ’ গ্রপের ম্যাচে স্বাগতিকদের ২-০ গোলে হারায় নেদারল্যান্ডস। আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যাকপো ২৬তম মিনিটে ডাচদের এগিয়ে দেন। এনিয়ে চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল পেলেন তিনি। পরে ডি ইয়ং ৪৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।
একই সময়ে আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গ্রুপের অন্য দুই দল সেনেগাল ও ইকুয়েড। সেনেগাল ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ রানার্স হিসেবে কেটেছে দ্বিতীয় পর্বের টিকেট। অর্থাৎ এই গ্রুপ থেকে ইকুয়েডর ও কাতার বিদায় নিল।
কাতারের বিপক্ষে নামার আগে গ্রুপের শীর্ষেই ছিল নেদারল্যান্ডস। অন্য দিকে প্রথম দুই ম্যাচ হারায় কাতারের হারানোর কিছু ছিল না। পুরো ম্যাচে কাতার আসলে লড়াইয়ের জানানও দিতে পারেনি। প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে খেলেছে নেদারল্যান্ডস। তুলে নিয়েছে প্রত্যাশিত জয়।
গত আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল ডাচরা। কাতারে নকআউট নিশ্চিত হলো। এখন নিশ্চয়ই আরও সামনে তাকাতে চাইবে লুই ফন গালের শিষ্যরা।