
ঘূণিঝড় লির তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডার একাংশ
ঘুর্ণিঝড় লি’র তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল ও কানাডার একাংশ। প্রাকৃতিক দুর্যোগটির কারণে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে তিন লাখের বেশি মানুষ। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টারের তথ্যানুসারে, গত শনিবার বিকালে নোভা স্কশিয়া ভূখণ্ডে আঘাত হানে ঝড়টি। ওই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১১৩ কিলোমিটার। সময়ের সঙ্গে বাড়তে থাকে তীব্রতা। ১০-৩১ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস রেকর্ড করা হয় বিভিন্ন এলাকায়। পূর্বাভাসে বলা হয়েছে, সাইক্লোনের প্রভাবে আগামী দুদিন ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
সংস্থাটি আরো জানায়, ‘লি’ বর্তমানে মেইন রাজ্যের ইস্টপোস্টের ৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্ব এবং হ্যালিফ্যাক্সের প্রায় ২১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে। কয়েকদিনের মধ্যে এটি দুর্বল হয়ে পড়বে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, লির প্রভাবে যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া ফ্লোরিডায় ঝড় চলাকালে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এ দুর্যোগের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়া বাসিন্দাদের মধ্যে দুই লাখের মতো মানুষের বসবাস কানাডা অংশে এবং বাকিরা যুক্তরাষ্ট্র অংশের বাসিন্দা।
ক্ষতিগ্রস্ত এলাকায় ধীরে ধীরে বৈদ্যুতিক লাইনে পুনঃসংযোগ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিরা।